সিমন দ্য বোভোয়ার

১৪ এপ্রিল ১৯৮৬ সিমন দ্য বোভোয়ারের প্রয়াণ দিবস। তিনি ফরাসি লেখিকা, বুদ্ধিজীবী, অস্তিত্ববাদী দার্শনিক, নারীবাদী ও সমাজতত্ত্ববিদ। সিমন দ্য বোভোয়ার মনে করতেন সমাজে দুই শ্রেণির প্রাণী আছে। প্রথম সারিতে থাকেন পুরুষ আর দ্বিতীয় সারিতে অন্যান্য গোত্রভুক্ত প্রাণী। সিমনের মতো একজন নারীবাদীই হয়তো বলতে পেরেছিলেন ‘নারী হয়ে কেউ জন্মায় না, বরং কেউ নারী হয়ে ওঠে’।

by শাম্মা বিশ্বাস | 14 April, 2023 | 257 | Tags : Simone de Beauvoir feminist activist philosopher writer social theorist